❗️বাংলা গোয়েন্দা প্রিমিয়ার লীগ ২০২৩❗️
0 (0)

❗ বাংলা গোয়েন্দা প্রিমিয়ার লীগ ❗𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 𝐃𝐞𝐭𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐏𝐫𝐞𝐦𝐢𝐞𝐫 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞 #BDPLআন্তর্জাতিক বাংলা গোয়েন্দা গল্প প্রতিযোগিতা ২০২৩! সাবমিট করুন আপনার মৌলিক, অপ্রকাশিত বাংলা গোয়েন্দা গল্প!

⬤ গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ⬤

❗ কোন এন্ট্রি ফি নেই ❗

পুরস্কার

আপনার লেখা বিচারকমণ্ডলীর দ্বারা বিবেচিত হলে:
🎁  গল্পটি আমাদের গল্প সংকলনে প্রিন্টেড/মুদ্রিত বই হিসেবে প্রকাশিত করা হবে।
🎁  আমাদের অফিস থেকে আপনি লেখক-সৌজন্য কপি সম্পূর্ণ বিনামূল্যে, মুদ্রিত বই প্রকাশিত তারিখের ১৪ দিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন।
🎁  ডিস্কাউন্টেড মূল্যে, বইটির একাধিক কপি কিনে, আপনার বন্ধু-বান্ধবদের কাছে বিক্রি করতে পারবেন।
🎁  ইমেলের মাধ্যমে পাবেন সার্টিফিকেট।
🎁  আমাদের ব্লগে ইলেক্ট্রনিক ভার্সনটি (পড়ার ও শোনার জন্য) প্রকাশিত করা হবে।
🎁  আমাদের ইউটিউব চ্যানেলে, অডিও ড্রামা হিসেবে যদি গল্পটি আলাদা করে নির্বাচিত হয়,আপনি পেতে পারেন ভারতীয় মুদ্রায় ৮০০/- টাকা থেকে ১০০০/- টাকা।
🎁  আমাদের ইউটিউব চ্যানেলে অডিও-স্টোরি-র জন্য গল্পটি সিলেক্টেড না হলে, আমার বন্ধু চ্যানেলগুলির সম্ভাব্য নির্বাচনের জন্য আপনার গল্পটি খোলা থাকবে।

✔️ গল্পের বিষয়: মৌলিক, অপ্রকাশিত গোয়েন্দা গল্প, যেখানে একটি মৌলিক ও অপ্রকাশিত মূল গোয়েন্দা চরিত্র থাকবে এবং কোনো তাৎপর্য্যপূর্ণ অপরাধ বা সমস্যার সমাধান করবেন সেই গোয়েন্দা তার বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতার জোরে (উদাহরণ, খুন, সিরিয়াল কিলিং, গুপ্তধন উদ্ধার, ঐতিহাসিক সম্পদ চুরি ইত্যাদি)

✔️ শব্দ সংখ্যা: ৮,০০০-১২,০০০

✔️ ফরম্যাট: ওয়ার্ড ডক ফাইল (.docx), বাংলা ইউনিকোড ফন্ট

✔️ শুধুমাত্র মৌলিক এবং অপ্রকাশিত গল্প গ্রাহ্য হবে

❌ অনুবাদ, ফ্যান-ফিকশন, অন্য গল্পের ছায়া অবলম্বনে লেখা গল্প, পূর্ব প্রকাশিত গল্প (মুদ্রণ, ডিজিটাল, অডিও বা যে কোনো অন্য মাধ্যমে) বাতিল বলে বিবেচিত হবে

✔️ শর্তাবলী প্রযোজ্য

আরো আপডেট পেতে:

📝 আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন!  https://t.me/the9f10

📝 ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা টিপেছেন তো? https://www.youtube.com/9F10AudioStories/

📝 জয়েন করুন আমাদের ফেসবুক গ্রূপ অঋক বইওয়ালা! https://facebook.com/groups/prokashok

বাংলা গোয়েন্দা প্রিমিয়ার লীগ | Bengali Detective Story Competition | Bengali Detective Premier League | 9F10 | Arik Boiwala | Bangla Goyenda Golpo Protijogita #24by7Publishing #9F10 #ArikBoiwala

About Post Author

9F10 AC

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হিয়ার মাঝে | পলক ফেলা নিষেধ | তন্ময় নন্দী | Bengali Thriller Story
Next post Bhuter Golpo