বেকারত্ব জীবন | পলক ফেলা নিষেধ 2023 | করিমুল ইসলাম | Bengali Social Story | 9F10
0 (0)

কলেজ থেকে ফেরার পথে। হঠাৎ একটি শিশু কিছু ফুল নিয়ে জিজ্ঞাসা করে –

দাদা ফুল লাগবে? মাত্র দশ টাকার দুটি ফুল।

উত্তরে সে বললে –

লাগবে না।

পাশে থাকা ভদ্র লোকটি বলল-

‘ দশ টাকাই তো নিয়ে নাও!’

ছেলেটি বলল-

       দশ টাকার দুটি ফুল নেওয়ার আগে আমাকে দেখতে হয় পকেটে টাকা আছে কিনা? থাকলেও দশ টাকা দিয়ে একটি ডিম আর একটি পাউরুটি দিয়ে একবেলা খাওয়ার হয়ে যবে। ভদ্রলোক কথাগুলো শুনে একেবারে নিস্তব্ধ হয়ে চেয়ে রইল ছেলেটির দিকে। তাৎক্ষণিক ছেলেটি বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরিয়া দেখতে পেল মায়ের অবস্থা প্রায় মৃত্যু শয্যা। গত তিনদিন হয়ে গেল উননে এখন ভাতের হাড়িটি চড়ে নি। তার নিজেকে খুব ধিক্কার দিতে লাগল। সে ভাবতে লাগল দুঃখ কি শুধু আমাদেরই আসে? তবুও সে কাউকে কিছু বলে না?

      এরই মধ্যে তার চাচাতো ভাইয়ের কাছে গার্মেন্টের কাজ করতে গেল। বেতন মাসে ৭ হাজার টাকা। সে জানায় যে চাচাতো ভাই বলেই কাজটি দিয়েছে। কিন্তু তা বলে বেতন এতই কম! আট ঘন্টার কাজ করে অতিরিক্ত আরআরও আট ঘন্টা কাজ করে। যদি বেতনের পরিমাণটা বাড়ে। তাহলে হয়তো খুব শিগ্রি তার মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে পারবে এবং তার মা সুস্থ হয়ে ওঠবে। মাকে কে না ভালোবাসি? যে মায়ের জন্য এই পৃথিবীর মুখ দেখিতে পাই।

পৃথিবীতে যার বাবা মা নেই সে বুঝে তার বেদনা,

 পেয়েছি আমি বাবামাকে হারাতে চাই না।

অনেকে আছে যারা বেকারত্ব জীবন নিয়ে নিজেকে দুশ্চিন্তায় রেখেছেন। কেও বা বেকারত্ব জীবন নিয়ে সুসাইট পর্যন্ত করতে গিয়েছে। আমিও একজন বেকার ছেলে। বেকারত্ব জীবন বড়ই অদ্ভুত। কারো কাছ থেকে চাইতে গেলে লজ্জা লাগে। আবার কেউ করুণা করে দিতে চাইলে, লজ্জায় নিতে চায় মন চায় না। সকলের মনে একটাই প্রশ্ন বেকারত্ব জীবন কি বেঁচে থাকার যুদ্ধ সংগ্রাম? বেকার যুবক কি এই সংগ্রামে জয়ী হতে পারবে? পরিণত বয়স আসলে মনে হয় বেকার ছেলেদের মাথায় একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। নিজের সুখের কথা ভুলিয়া যায়।

বেকার জীবনে হারাতে হয় বন্ধুদের, দূরে সরিয়ে রাখতে হয় প্রিয় মানুষটিকে, বাবা – মায়ের স্নেহের ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে হয়। জীবন যুদ্ধের টানাপোড়ন। সমাজে বেকার যুবকদের অবহেলিত মনে হয়।

অশিক্ষিত মানে বেকার নয়। অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে বসিয়া আছে ঘরে। কষ্ট তখন হয় যখন ইন্টারভিউ দেওয়ার পরেও টাকার অভাবে চাকরি হয় না! বেকার যুবকরা কোন বেড়াজাল এর মধ্যে আবদ্ধ?

 “পকেট ভর্তি টাকা থাকলে দেখা যায় তার কত গুরুত্ব?

খালি পকেট থাকলে তার সাথে কেউ করতে চায় না বন্ধুত্ব।”

বিষয় মৌলিকত্ব
0
ভাষা সাবলীলতা
0
কৌতূহল উদ্দীপক ঘটনা প্রবাহ
0
শক্তিশালী চরিত্র চিত্রণ
0
অডিও/ভিডিও রূপান্তর যোগ্য
0
Average
 yasr-loader

Pages ( 2 of 2 ): « এর আগে1 2

About Post Author

9F10 DA

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিষাক্ত রক্তাহুতি | পলক ফেলা নিষেধ 2023 | পার্থিব ঘোষ | Bengali Thriller Story | 9F10
Next post মনতত্ব | পলক ফেলা নিষেধ 2023 | রিতেশ দাস | Bengali Thriller Story | 9F10