তোতন ডিআইজি.’র বুকে নাম দেখে নিলো চট্ ক’রে। অংশুমান ভরদ্বাজ। বুঝলো না, বাঙালি কিনা। দিব্যি তো বাংলা বলছে। ও উত্তর দ্যায়,
— এই হোটেলেই, স্যার। এই তো সকালেই চেকইন করেছি।
— এই হোটেলে! আপনি কিছু শোনেননি?
— না না। এতবড় কম্পাউণ্ড! একপ্রান্তের খবর আর একপ্রান্তে যেতে সময় লাগে।
— ওকে। আপনার কনট্যাক্ট নম্বরটা এই আইসি. দত্ত’কে দিয়ে যাবেন তো।
পরিক্ষিৎ দত্ত জানান, ‘আমার কাছে আছে, স্যার। লাগলেই পাবেন।‘
তোতন মিষ্টি ক’রে বিদ্রূপ করে, ‘আপনারা এতো উঁচু পোস্টের মানুষজন আছেন। আমরা এখানে তো উড়োখৈ, স্যার।‘ অবশেষে ও স’রে যেতে চায় আর বলে, ‘মে আই টেক ইয়োর লীভ স্যার?’
— ও, আপনি যাবেন? বেশ। বিষ্ণুপুর ছাড়ার আগে মিঃ দত্তকে একবার জানাবেন।
— ওকে, স্যার। মিঃ দত্ত, ডোন্ট মাইন্ড, আমি তাহলে এগোই?
—————-
Click to rate this post!
[Total: 0 Average: 0]
You must sign in to vote